মোঃ আরমান হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শহরের সড়কে সৌন্দর্য্য বর্ধনের জন্য ঘাসিপাড়া বটতলা মোড়ে পানির ফোয়ারা স্থাপন করা হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় শহরের ঘাসিপাড়া বটতলা মোড়ে সড়ক সৌন্দর্য্য বর্ধন পানির ফোয়ারা’র ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম (বার), সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডঃ মোঃ রবিউল ইসলাম রবি, স্পেশাল পিপি শামসুর রহমান পারভেজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার, সাধারন সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেট-১, সমাজ সেবক আবুল কালাম আজাদ, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেন প্রমুখ।
শেষে দোয়া পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেট। সর্বশেষে মহিলা সাংসদ জাকিয়া তাবাসসুম জুঁই একটি গাছের চারা রোপন করেন।
এএসবিডি/আরএইচএস