ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর বাজার রোডের একটি সেলুনে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৬০ পিস ইয়াবাসহ রাশেদ মোল্লা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির টাকা, মোটর সাইকেল উদ্ধার করেছে। বৃহস্পতিবার বিকেলে রাশেদ মোল্লাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিক্তিতে কানাইপুর বাজারে অবস্থিত উৎসব হেয়ার কার্টিং সেলুনের সামনে থেকে রাশেদ মোল্লাকে আটক করা হয়।
এ সময় তার হেফাজতে থাকা ৬০ পিস ইয়াবা, ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, মাদক বিক্রির ১৩ হাজার টাকা, দুইটি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক রাশেদ মোল্লা কানাইপুর ইউনিয়নের মহারাজপুর এলাকার হাবিব মোল্লার ছেলে।
র্যাবের জিজ্ঞাসাবাদে রাশেদ মোল্লা জানায়, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে সে পাইকারী ও খুচরা বিক্রেতাদের কাছে মাদক বিক্রি করে আসছিল।
এ বিষয়ে মাদক ও অস্ত্র আইনে কোতয়ালী থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এছাড়া এ চক্রটির অন্য সদস্যদের আটকে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
এএসবিডি/আরএইচএস