আত্রই প্রতিনিধিঃ আত্রাইয়ে নওগাঁ জেলা ছাত্র অধিকার পরিষদের উদ্দ্যগে আজ শুক্রবার ত্রান বিতরণ করেন।
নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর গ্রামে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে এই ত্রান বিতরন করা হয়।
ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বি (১)মোঃ আয়েজ উদ্দিন সরদার (২) মোঃ আবু সাইদ প্রামানিক (৩) মোঃ নজরুল ইসলাম সাবেক নাম্বার (৪) মোঃ মজিদ সোনার, তারা বলেন দল মত নিড়বি শেষে সকলের উচিৎ এই অসহায় মানুষ গুলোর পাশে দাড়ানো। এই ত্রান পেয়ে অসহায় মানুষ গুলো অনেক খুশি। তারা বলেন যে যাদের আজ আমাদের পাশে দাড়নোর কথা তারা আসেনা।
আরো বলেন যে কোনো সরকারী অনুদানও আসেনি এই বন্যার মধ্যে। এই সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্র অধিকার পরিষদের জেলা আহবায়ক মোঃআরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাকিব,ও উপদেষ্টা সদস্য রাহাত জামিল, এবং সংগঠনের সকল শ্রেণীর সদস্য বৃন্দ। দেশ ও দেশের মানুষের হয়ে কাজ করাই আমাদের অঙ্গিকার, সংগঠনের হয়ে এই সব কথা বলেন নওগাঁ জেলা আহবায়ক মোঃ আরিফুল ইসলাম ও আরো অনেকে বক্তব্য রাখে।
এএসবিডি/আরএইচএস