পুনম শাহরীয়ার ঋতু, ঢাকাঃ গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও আনসার একাডেমি মধ্যবর্তী এলাকায় আদর্শ পল্লী নামে এক নতুন মহল্লার উদ্বোধন হয়েছে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র জনাব মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, সাবেক যুগ্ন আহবায়ক জনাব রফিকুল ইসলাম তুষার, আব্দুল বারেক, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব শরিফুল হক শরীফ মন্ডল, কাউন্সিলর পদপ্রার্থী খাত্তাব মোল্লা, কালিয়াকৈর পৌর যুবমহিলা লীগের আহবায়ক রুপালী আক্তার রুপা, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু সায়ীদ, জনত রিফাত চৌধুরী ছাত্রলীগ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
কালিয়াকুর পৌরসভা 8 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মোঃআরহাম খানকে সভাপতি ও জনাব তাজুল ইসলাম প্রভাষক জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ, সাধারন সম্পাদক করে নবগঠিত আদর্শ পল্লী একটি কমিটি গঠন করা হয়।
পৌর মেয়র মুজিবুর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আদর্শ পল্লী নামে নতুন গঠিত হয়েছে এই মহল্লার যুবকদের প্রতি আহ্বান জানান যেন যেন আদর্শ পল্লী সমস্ত মানুষ কেন আদর্শ হয়ে থাকে কোনরকম নেশা অসামাজিক কার্যকলাপ গঠিত না হয়। এবং যুবকদের প্রতি একটাই অনুরোধ করেন কোন প্রকার অন্যায় কে যেন প্রশ্রয় না দেয়।পরে লাল ফিতা কেটে নবগঠিত আদর্শ পল্লী নামে মহল্লার শুভ উদ্বোধন করেন।
এএসবিডি/আরএইচএস