বুধবার, ২১ মে ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন পটুয়াখালী জেলা কমিটির পরিচিত ও আলোচনা সভা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন একটি নাম একটি স্বপ্ন। আমরা স্বপ্ন দেখি সুন্দর একটি দেশের , শুরুতেই চাই নিজেদের পরিবর্তন করতে সেই সুন্দর পৃথিবীর জন্য। তাই সমাজের সকল ধরনের সুবিধাবঞ্চিত মানুষের জন্য, বাল্যবিবাহ বন্ধ ও মাদক মুক্ত সমাজ গঠন একটি সংগঠন। যার নাম বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন অলাভজনক, অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

এই সংগঠনটি বাংলা‌দেশের কিছু তরুনদের সমন্বয়ে গঠিত হয়েছে। “একতা – মানবতা – সেবা” এই মূলনীতি নিয়ে সংগঠনের শ্লোগান হল- হাতে হাত ধরি, সুন্দর সমাজ গরি। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, রাজনীতি যার যার বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন এই অংগীকারে বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন পটুয়াখালীর জেলা কমিটির পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

০৯ অক্টোবর ২০২০ইং শুক্রবার বিকাল ৩টার দিকে বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের কাশিপুর বাজার প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন পটুয়াখালীর জেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ,বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোঃ মসিউর রহমান, সাংবাদিক শফিকুল ইসলাম, ডাক্তার মোঃ ইমাম হাসান,দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম , প্রচার সম্পাদক মাহবুব আলম মাসুম, সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ হোসেন জুলহাস জেলা কমিটি প্রমুখ। বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন জেলা কমিটির পরিচিত ও আলোচনায় সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন জেলা কমিটির পরিচিত ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ মসিউর রহমান ঈসা ঘরামী সভাপতি জেলা কমিটি।

বাংলাদেশ মানব কল্যান এসোসিয়েশন এর পক্ষ থেকে বিভিন্ন নিদর্শনা দেন ও মানুষের সেবায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ মানব কল্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

এএসবিডি/আরএইচএস

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102