বরগুনা প্রতিনিধিঃসাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে পাথরঘাটার শেখ রাসেল স্কয়ারে মানববন্ধন করা হয়।
আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর,২০২০) সকাল দশ ঘটিকার সময় বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ সমিতি,পাথরঘাটা(আয়োজক)শের এ বাংলা ক্লাব,পাথরঘাটা পৌর এবং উপজেলা ছাত্রলীগ।
সম্মলিত সামাজিক আন্দোলন,পাথরঘাটা,সুশীলন ও পাথরঘাটা টাইম নিউজ টিমকে নিয়ে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং প্রচলিত আইনের পরিবর্তনকরন।উক্ত মানববন্ধনে ধর্ষকের প্রতীকী ফাঁসিসহ বিভিন্ন সংগঠন থেকে বক্তারা ধর্ষনের প্রতিবাদ স্বরুপ বক্তব্য প্রদান করেন।
পাথরঘাটার সর্বস্তরের মানুষের একটাই দাবী, নারীদের নিরাপত্তা এবং আইনি সহায়তা নিশ্চিতকরন সহ ধর্ষকের বিরুদ্ধে তৎপর একশন নিতে হবে।