এএসবিডি/চরফ্যাসনঃভোলা-চরফ্যাশনে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু কৃষি উৎসব ও কৃষি প্রযুক্তি মেলা’র শুভ উদ্বোধন করা হয়৷
বৃহষ্পতিবার (৮নভেম্বর) সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চরফ্যাশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন৷ বিশেষ অতিথি হিসেবে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা হাসনাইন আহমেদসহ বেসরকারী প্রতিষ্ঠান কোস্ট ট্রাস্ট এর সহকারী পরিচালক রাশিদা বেগম, জলবায়ু ফোরামের মনির আসলামী, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা ও এবি ৭১ টিভি’র ভোলা জেলা প্রতিনিধি মোঃমামুন হোসাইন, দৈনিক যায়যায়দিন চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মাইনুদ্দিন জমাদার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চরফ্যাশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷
উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিবৃন্দ সকল স্টল ঘুরে দেখেন৷ মেলার বিভিন্ন স্টলে কৃষকের উৎপাদিত কৃষি পণ্য ও সরকারের উদ্ভাবিত বিভিন্ন কৃষি প্রযুক্তির প্রদর্শনী চলছে। বৃহত্তর চরফ্যাশন অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ মেলা চলবে আগামী ১০অক্টোবর পর্যন্ত।