মোঃ এবাদুল ইসলাম, আত্রাই উপজেলা প্রতিনিধিঃধর্ষকের সর্বোচ্চ শাস্তি চেয়ে আত্রাই উপজেলা ছাত্রলীগের আলোক প্রজ্জলন।
সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আলোক প্রজ্জ্বলন করেছে আত্রাই উপজেলা ছাত্রলীগ।
বুধবার সন্ধ্যায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে মোমবাতি জালিয়ে এই কর্মসূচি পালন করেছে ছাত্র সংগঠনটি। ‘আলোক-প্রজ্জ্বালন’ শেষে স্টেশন চত্বর থেকে একটি ধর্ষণবিরোধী মিছিল এর মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
কর্মসূচিতে আত্রাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয় “আমরা চাই, ধর্ষককে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। আমরা জানি, ধর্ষণের বিচারের ক্ষেত্রে কিছুটা আইনি জটিলতা আছে, আইনি দীর্ঘসূত্রতার কারণে অনেক সময় অপরাধী পার পেয়ে যায়। কিন্তু আমরা বার বারই ছাত্রলীগ দাবি জানিয়েছি, যারা ধর্ষক বা ধর্ষণের সাথে সংশ্লিষ্ট তাদের যেন দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়।
এর ফলে যারা এই ধরনের মন-মানসিকতা লালন করে, তারা ভয় পাবে। একইসাথে ধর্ষককে যাতে সমাজের নিকৃষ্ট প্রাণি হিসেবে চিহ্নিত করা হয়। পারিবারিকভাবে হোক বা সামাজিকভাবে হোক আমরা যদি তাদের বয়কট করতে পারি, তাহলে সমাজে ধর্ষণের ঘটনা কমে আসবে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক আমাদের সকল ইউনিটকে নির্দেশনা দিয়েছে, আমাদের শিক্ষার্থী বোনরা বা মা-বোনেরা যদি কোনোভাবে রাস্তায় নিপীড়ন বা ইভটিজিংয়ের শিকার হয় তাহলে আমরা যেন প্রতিবাদ জানাই । এবং আমরা যেন সেই ধর্ষক রা ইভটিজারদের ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়