গত বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে টঙ্গী ময়দানে সাদপন্থীদের হামলায় তাবলীগের ৪ জন সাথী শহীদ ও ময়মনসিংহের ফুলপুরের রহমত আলী সজিবসহ অসংখ্য সাথী আহত হওয়ার ঘটনায় আজ শুক্রবার (২০ ডিসেম্বর) জুমা শেষ বাংলাদেশ তাবলিক জামাত জোবায়ের পন্থীদের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হরিয়াগাঁই
( টিউকান্দা চৌরাস্তা মসজিদ) হতে বিক্ষোভ মিছিল বের হতে দেখা যায়।
মিছিলটি ৬ নং ঢাকুয়া ইউনিয়নের টিউকান্দা চৌরাস্তা বাজারে বাদ্রাকান্দা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ সাকিব তালুকদার, হাফেজ মাওলানা মুফতি মোস্তফা কামাল, মুফতি আবু সাঈদ (গোপিনপুরি), ক্বারী সায়েম বীন, কারী আবু নাঈম, মাওলানা আজিজুল হক, মাওলানা আশরাফুল ইসলাম পাঠান মিছিলের নেতৃত্বে ছিলেন।
গাজীপুর জেলায় টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে বাংলাদেশ তাবলিক জামাত (জোবায়ের পন্থী) উপর বাংলাদেশ তাবলিক জামাত (সাদ পন্থী) কর্তৃক হামলার প্রতিবাদে ঢাকুয়া ইউনিয়নের তৌহীদি জনতার উদ্যোগে এসময় মিছিলটি বের হয় গতলা টু তারাকান্দার রোডের রাজপথে। মিছিলটিতে অল্প সংখ্যক লোকের সমাগম
ছিল।
বিক্ষোভ মিছিলে আগত অনুসারিরা টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে সংঘটিত হামলার প্রতিবাদ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান ও পুলিশ ফোর্স নিয়ে সরেজমিনে উপস্থিত হয়ে
শান্তিপ্রিয় ভূমিকা রাখেন। প্রশাসনের অন্যান্য সদস্যদের উপস্থিতি লক্ষ্য করার মতো ছিল।
প্রতিবাদ মিছিল শেষ করে, বাদরাকান্দা জামে মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য শেষে মোনাজাত করতে দেখা যায়।
এ সময় সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন,হাফেজ মোহাম্মদ সাকিব তালুকদার, খতিব বাদরাকান্দা জামে মসজিদ, মাওলানা আশরাফুল ইসলাম, ইমাম, টিউকান্দা জামে মসজিদ, হাফেজ মোঃ মোস্তফা কামাল, ইসলামী ছাত্র জমিয়ত তারাকান্দা উপজেলা শাখা এছাড়াও স্থানীয় আলেম সমাজ ও তৌহীদি জনতা ও বাংলাদেশ তাবলিক জামাত (জোবায়ের পন্থী) এর অনুসারিরা।