এএসবিডি ডেস্কঃমানবজীবনে মানুষ কেন সফল হয় না তার কিছু কারণ। আমার মতে মানুষ জীবনে সফল না হওয়ার পেছনে ৬টি গুন কাজ করে। আজ আলোচনা করবো। সেই ছয়টি বিষয় নিয়ে।
★অসফল মানুষদের ৬টি অভ্যাস হলো
১. তারা কখনও কল্পনাও করেনি যে তারা ধনী হতে পারবে- অসফল মানুষদের সফল না হওয়া প্রথম কারন হলো ভবিষ্যৎ সম্পর্কে সচেতন না হওয়া। আমাদের সমাজের বেশিভাগ মানুষ চিন্তা করে তারা গরীব হলে সবসময় গরীবই থেকে যাবে। তারা কখনও ভাবে না যে তারাও ধনী হতে পারবে। এই চিন্তার কারণে তাদের আত্নবিশ্বাস মরে যায়। তাই তারা আর সফল হতে পারে নাহ। তাই বলছি সফল হতে হলে এই চিন্তাটি বাদ দিতে হবে।
২. ঢিলেমি করা (procrastination) : একজন মানুষের জীবনে সফল না হওয়ার ২য় কারন হিসাবে আমি ঢিলেমি করাকেই রেখেছি। আমি বিশ্বাস করি ঢিলেমি করলে মানুষ অলস হয়ে যায়। আর অলস হলে তার কাজ করার ক্ষমতা কমে যায়। এতে সে কাজ থেকে দূরে সরে যায়। এতে সে আর সফল হতে পারে না।তাই বলছি, কেউ যদি সফল হতে চাই তাহলে তাকে অবশ্যই এই গুনটি বাদ দিতে হবে।
৩. শিখা বন্ধ করে দেয়: মানুষের জীবনের একটি প্রাত্যহিক ঘটনা হলো এটি। অনেকে চিন্তা করে আমি চাকুরী পেয়েছি এখন পড়ে আর লাভ কি। তাই অনেকে শিখা বন্ধ করে দেয়। এতে করে প্রতিটি মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা রয়ে যায়। তাই শিখা বন্ধ করা বিষয়টিকে ও আমি অসফল হওয়ার পেছনে রেখেছি।
৪. বেশি টিভি দেখা : সফল না হওয়ার আরেকটি কারন হলো সারাদিন টিভি দেখা। সারাদিন টিভি দেখার কারনে একজন মানুষের অলসতা বৃদ্ধি পায়। বিখ্যাত ব্যাক্তিদের জীবনীতে লক্ষ্য করা যায় যে তারা টিভি দেখতো না অযথা। প্রয়োজনে টিভি দেখতেন। তাই আমি টিভি দেখাকে ও অসফল হওয়ার কারন হিসাবে উল্লেখ করেছি।
৫.সঠিক সময়ে খাবার না খাওয়া: অসফল মানুষের আরেক কাজ হলো তারা সময় মতো কোনো কাজ করে না। তারা সবসময় অবহেলা করে। এমনকি তারা সময় মতো খাওয়া দাওয়াটাও করে না। এতে শরীর দুর্বল হয়ে পড়ে ও কাজের প্রতি অহিনা জন্মায়। তাই নিয়োমিত খাবার সময় মতো খেতে হবে।
৬. একটানা কাজ না করা: সফল ব্যাক্তিরা কোনো কাজ শুরু করলে তা শেষ পয়র্ন্ত করে। কিন্তু যারা অসফল তারা কোনো কাজই সম্পূর্ণ ভাবে শেষ করে না। এতে করে কোনো কাজই শেষ হয় না। যেহেতু কাজ শেষ হয় না। সেহেতু সে বিভিন্ন রোগে ভোগতে থাকে। তাই সফল হতে হলে বিখ্যাত ব্যাক্তিদের জীবনী লক্ষ্য করতে হবে। অর্জন করতে হবে প্রচুর আত্নবিশ্বাস।
আজ এই পযর্ন্তই আশা করি, যতটুকু সম্ভব ধারনা দিয়েছি। কারো যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে দিন এবং পোস্টটি শেয়ার করুন।
লেখক: তাসনাম আহমেদ সোহেল,শিক্ষার্থী, সাভার মডেল কলেজ।