ইউ এইস সুমা দুমকি পটুয়াখালী প্রতিনিধিঃসিলেটের এমসি কলেজ ও নোয়াখালীর বেগমগঞ্জ সহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পটুয়াখালীর দুমকিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্র ও জনতা।
বুধবার (৭ অক্টোবর) সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দুমকি বাউফল সড়কে এক শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনতা প্রায় এক ঘন্টাব্যাপী সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে
মানববন্ধন শেষে দুমকি উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে বেসরকারি সামাজিক সংগঠন বিডি ক্লিন, সরকারি জনতা কলেজ, পবিপ্রবি ও সৃজনী বিদ্যানিকেতন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
অন্যান্যের মাঝে বক্তিতা করেন পবিপ্রবি শিক্ষার্থী রেজোওয়ানা হিমেল, জনতা কলেজ শিক্ষার্থী কাওসার হোসেন সোহান, তরিকুল ইসলাম, মহিবুল্লাহ রাসেল প্রমুখ।
বক্তারা আলোচিত ঘটনা সমূহে জরিতো ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। তাদের এমন শাস্তি দিন যাতে ভবিষ্যতে আর কেউ ধর্ষণ নারী নির্যাতন ও শিশু নির্যাতনের মতো ঘৃণিত অপরাধ করতে সাহস না পায়।