পুনম শাহরীয়ার ঋতু,ঢাকা :গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের হরিনহাটি হরিনহাটি এলাকায় বাইতুন নুর কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্সির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদির দোকান ও ৮ টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় সোমবার রাত ভোর তিনটার দিকে হঠাৎ করেই মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় ওরে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে গেলে পাশে থাকা একটি টিনশেড ঘর সমস্ত কিছু পুড়ে ছাই হয়।তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি এ সময় রুমে থাকা ভাড়াটিয়ারা কোনরকম প্রাণে বেঁচে যায় কিন্তু প্রত্যেক কক্ষের কোন জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটটি কক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০লক্ষাধিক। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ১ টি মুদি দোকান ও ৮ টি কক্ষ সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। রাত সোয়া তিনটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস ইনচার্জ কবিরুল ইসলাম ইসলাম জানান ভোর সাড়ে তিনটার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি তবে এখনো আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি । ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালিয়াকৈর পৌরসভার মেয়র জনাব মুজিবুর রহমান ও প্যানেল মেয়র ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব শামসুল আলম সরকার এ সময় শামসুল আলম সরকার জানান আমরা প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের খাবার-দাবারের জন্য ১০০০০ টাকা প্রদান করেছি এবং কাপড়চোপড় কেনার জন্য জনপ্রতি ১০০০ টাকা করে দেয়া হয়েছে পরবর্তীতে ক্ষতির পরিমাণ জেনে আরো ব্যবস্থা নেয়া হবে তিনি আরো বলেন নিম্নমানের ইলেকট্রিক তার এবং ইলেকট্রিক সুইচ ব্যবহারের ফলে অগ্নিকাণ্ড হতে পারে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন দোকানে থাকা পুরোনো ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ঋতু,আএসবিডি