নুরআলম নাহিদ চিলমারীঃকুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার সময় ‘সংকট কালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ , এম রায়হান শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিশাসন দাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ রাশিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু ছালেহ্ সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেহলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল, উত্তরের আলো বার্তা সম্পাদক এস এম রাফি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার।