আবু তালেব আনচারি, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতনিধিঃ চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার হাশমিপুর ইউনয়িনের সয়ৈদাবাদ বাইন্যাপাড়া এলাকায় পাহাড়ী ছড়া থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য চট্টগ্রাম মেডিকেল কলজে (চমক) হাসপাতালরে মর্গ প্রেরণ করনে।
উদ্ধারকৃত ঐ ব্যক্তির বয়স আনুমানকি ৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮সেপ্টেম্বর) বিকলে ৩টার দিকে ওই এলাকার জনসাধারণ চলাচলরে সময় পাহাড়ী ছড়ার পাশ অজ্ঞাত লাশ দেখতে পেয়ে পুলশিক খবর দেয় সংবাদ পয়ে চন্দনাইশ থানার অফসিার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সরকার ফোর্স নিয়ে ঘটনাস্থল পাহাড়ী ছড়ার পাশ থকে লাশ উদ্ধার করনে।
এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে অজ্ঞাত লাশ উদ্ধার এর সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফসিার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সরকার বলেন, “লাশটি উদ্ধার করে রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তরে জন্য মর্গ পাঠানো হয়েছে। এব্যাপারে তদন্ত চলছে।