মোঃ এবাদুল ইসলাম আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে উপজেলায় নারী উন্নয়ন ফোরাম কর্তৃক নারী মুক্তির দাবীতে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলামের নিকট স্মারক লিপি প্রদান করেন নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।
এসময় নারী ফোরামের সকল সদস্য উপস্থিত ছিলেন।নারী ফোরাম এর সভাপতি মমতাজ বেগম বলেন,উপজেলা পর্যায়ে নারী নেতৃত্বকে দৃশ্যমান করতে এবং নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় মহিলা ভাইস চেয়ারম্যানের পদ সৃজন করেছেন এবং নারী উন্নয়ন ফোরাম উপহার দিয়েছেন। উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কার্যক্রমে বৈষম্য দুর করতে পরিপত্র জারি করে এডিবির ৩% বরাদ্দ এবং ২৫ % প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন, যা আমাদের অধিকার। সেই নির্দেশনা সকল উপজেলায় কার্যকর করা হচ্ছেনা।
যার কারনে সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় নারী উন্নয়ন ফোরামের মাধ্যমে প্রতিটি উপজেলার নির্বাহী অফিসার মহোদয়ের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।