কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম রাজারহাটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিনে রাজারহাট উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আজ সোমবার (২৮.৯.২০) দুপুরে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, অত্র কলেজের সন্মানিত অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, উপজেলা যুবলীগের আহবায়ক, কুমোদ রঞ্জন সরকার, যুগ্ম আহবায়ক, ছামিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্যগণ ও প্রভাষক, মোহাম্মদ এনামুল হক সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ রাজারহাট,
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক, সুমন কুমার রায়, সহ আরো অনেকেই।
এসময় উপজেলা চেয়ারম্যান বাপ্পি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর মানসকন্যা আওয়ামীলীগের জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনে তাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
সেই সাথে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ।