বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

নওমালা মাধ্যমিক বিদ্যালয়র ম্যানেজিং কমিটি/পরিচালনা পরিষদ’র সভাপতি নির্বাচিত হলেন বিমান বাহিনী কর্মকর্তা !

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালী বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন নওমালা মাধ্যমিক বিদ্যালয়রে সাবেক কৃতি ছাত্র, বিমান বাহিনী কর্মকর্তা উইং কমান্ডার খ ম মসিউর রহমান লাবলু।

বিদ্যালয়ের সাবেক কমিটি সভাপতি মরহুম সাইদুর রহমান মনজু বিশ্বাসের অকাল মৃত্যুতে সভাপতির পদ শূন্য হয়। পরবর্তিতে শিক্ষা বোর্ডের নিয়মানুযায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রিজাইডিং অফিসার এরউপস্হিতিতে গভর্নিং বডির প্রতিনিধি ভোটের মাধ্যমে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয় বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার খম মসিউর রহমান লাবলু ।

এরই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর শুক্রবার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন এবং ২৬ সেপ্টেম্বর সকল শিক্ষক ও পরিচালনা পর্ষদের সকল সদস্যদের সাথে পরিচিতি সভা ও মতবিনিময় করেন।

উল্লেখ্য বরিশাল শিক্ষা বোর্ডের তথা পটুয়াখালী জেলার বাউফল উপজেলাধীন নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী সংখ্যা ১৩০০। জেএসসি ও এসএসসির ফলাফল অনুযায়ী বাউফল উপজেলার সেরা বিদ্যালয় হিসাবে ধারাবিকতা বজায় রেখে চলছে।খেলাধুলা ও ক্রীড়া অংগনে বরিশাল বিভাগের সেরা বিদ্যালয় হিসেবে রয়েছে যথেষ্ট সুনাম ।

এই বিদ্যালয়ের যথাযথ মান উন্নয়নের জন্য বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সাত বারের সাংসদ,সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এম পি বিদ্যালয়ের গভর্নিংবডির/ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে মনোনায়ন করেন সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল খালেক বিশ্বাসের তৃতীয় পুত্র, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল বিশ্বাসের বড় ভাই,
বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার খম মসিউর রহমান লাবলু কে। তবে তাকে সভাপতি নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সাধারন জনগণ।

এ ব্যপারে বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার খম মসিউর রহমান লাবলু বলেন বিদ্যালয়ের পড়াশোনার ধারাবাহিকতা বজায় ও বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার মান উন্নয়নের এবং বিদ্যালয়ের সার্বিক পরিবর্তনের জন্য সবার পরামর্শ নিয়ে কাজ করব।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102