মোঃআরমান হোসেন, দিনাজপুরপ্রতিনিধিঃ গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে দিনাজপুরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে হাঁটুপানির জলাবদ্ধতায় আবদ্ধ হয়ে আছে দিনাজপুর সরকারি সিটি কলেজ।
ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার ফলে জলাবদ্ধতার মধ্যেই কার্যক্রম পরিচালিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটিতে। কলেজ জুড়ে পানি লেগে থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থী সহ অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের।
গোটা কলেজ জুড়ে হাঁটু পানি থাকার কারণে কলেজ ভবনের প্রবেশ পথে ব্যবহার করা হচ্ছে শিক্ষার্থীদের বসার বেঞ্চ।
অত্র কলেজের অধ্যক্ষ জানিয়েছেন তিন বছর ধরে জলাবদ্ধতার সাথে সংগ্রাম করে চলছি। সংগ্রাম করে এমন জলাবদ্ধতা,পানি নিষ্কাশন সহ ভোগান্তি এর কোন প্রতিকার পাইনি।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জেলা প্রশাসক, পৌর মেয়র কে বিষয়টি জানালে তারা এ ভোগান্তির পরিত্রাণের আশ্বস্ত করেন। জলাবদ্ধতা কাটিয়ে উঠতে ও পানি নিষ্কাশনের জন্য আমাদের ব্যক্তিগত উদ্যোগ থেকে পাইপ লাইন এর ব্যবস্থা করেছি।
বর্তমানে আমাদের কলেজে ভর্তি কার্যক্রম চলছে, প্রায় নয়শত ছাত্র-ছাত্রী প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার কথা আছে, জলাবদ্ধতার দুর্ভোগের কারণে আমরা শঙ্কিত।