সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

রাউজান কাপ্তাই সড়কে ট্রাক সি এনজি মুখোমুখি সংঘর্ষ, আহত ৪।

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
রাউজান কাপ্তাই সড়কে ট্রাক সি এনজি মুখোমুখি সংঘর্ষ, আহত ৪।
চট্টগ্রামের রাউজান উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ চারজন আহত হয়েছে।২১ মে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের নোয়াপাড়া আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সওদাগর পাড়া গ্রামের জাহাঙ্গীর মেম্বারের পুরাতন বাড়ির আব্দুর শুক্কুর সওদাগর (৫০ ), তার স্ত্রী রুজি আকতার (৪০) মেয়ে রুমা আকতার (১৯)।
এই দুর্ঘটনায় আহত  সিএনজি অটোরিকশা চালক আমির হোসেনের বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার আদিলপুর গ্রামে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান,গত কয়েকদিন পূর্বে আব্দুল শুক্কুরের কন্যা রুমা আকতার বাড়িতে চা বানানোর সময় শরীরে গরম পানি পড়ে পুড়ে যায়। ক্ষতস্থানে নিয়মিত ড্রেসিং করার জন্য কন্যাকে নিয়ে সিএনজি অটোরিকশা করে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে আসার সময় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের নোয়াপাড়া আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের সামনে একটি ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে চালকসহ সিএনজি অটোরিকশার তিনযাত্রী আহত হয়। এ সময় সিএনজি অটোরিকশার সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।  ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102