সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১১:২১ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু ঘটনায় ঘাতক ড্রাইভার গ্রেফতার ও ট্রাক আটক।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪

সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু ঘটনায় ঘাতক ড্রাইভার গ্রেফতার ও ট্রাক আটক।

সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব স্পিনা রাণী প্রামানিক ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব সব্যসাচী মজুমদারের তত্ত্বাবধানে, ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ ফজলুল কাদের পাটোয়ারীর নেতৃত্বে এসআই মো: মহিম উদ্দিন, এএসআই শাহাদাত হোসেনসহ ঘটনা সংক্রান্তে সিসিটিভি ক্যামেরা পর্যালোচনাপূর্বক ঘাতক ট্রাক শনাক্ত করে। গাড়িটি শনাক্ত করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে সদরঘাট থানাধীন মাদারবাড়ি বাসস্ট্যান্ড থেকে ১৯/০৫/২৪ খ্রি. ঘাতক ড্রাইভার আসামি মোঃ শফিক উল্ল্যাহ (৫৭)-কে গ্রেফতার করে। গ্রেফতারের পরে আসামিকে জিজ্ঞাসাবাদে সে মামলার ঘটনা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে সে আরও জানায় যে, নাছির ট্রান্সপোর্টের উক্ত গাড়িটি আকবরশাহ থানাধীন কালুশাহ মাজারের টার্মিনাল থেকে ঘটনার দিন এসটি ট্রেডিং কর্পোরেশন নামীয় ট্রান্সপোর্টের লোডিং ড্রাইভার হিসেবে কদমতলী, ডিটি রোড হয়ে বন্দরে যাওয়ার পথে ডবলমুরিং মডেল থানাধীন ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ মসজিদের সামনে বেপরোয়া গতিতে চালিয়ে ম্যাক্সিমা গাড়িকে ধাক্কা দিলে উক্ত ম্যাক্সিমা গাড়ির যাত্রী ভিকটিম বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম (৬৯) গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনা সংক্রান্ত তথ্যপ্রযুক্তির সহায়তায় আটক ট্রাক এবং এর ঘাতক ড্রাইভার মোঃ শফিক উল্ল্যাহকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102