ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় আলু ভর্তি ট্রাক ও চিনি ভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহতের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৭ টায় ৩০ মিনিটে ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক মহা সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার তালদিঘী নামক স্থানে।
নিহতরা হলেন -ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় ইউনিয়নের ঘোষবেড় গ্রামের মৃত আঃ লতিফের পুত্র পিকআপটির ড্রাইভার কামরুল ইসলাম (৩০)ও পিকআপের যাত্রী একই উপজেলার মিজানুর রহমান(৪৮) এবং আঃকাদির (৫০)।
পুলিশ জানায়, ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক মহা সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার তালদিঘী নামক স্থানে সকাল সাড়ে ৭ টার সময় ময়মনসিংহ থেকে হালুয়াঘাটগামী আলুভর্তি ট্রাক ও হালুয়াঘাট থেকে ময়মনসিংহগামী চিনি ভর্তি পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের ড্রাইভার কামরুল ইসলাম নিহত হন।এই ঘটনায় গুরুতর আহত হন পিক-আপে থাকা মিজানুর রহমান ও আঃ কাদির। গুরুতর আহত অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তারা মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ওয়াজেদ আলী। তিনি জানান, সংঘর্ষে লিপ্ত আলু ভর্তি ট্রাক ও চিনিভর্তি পিকআপ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।ড্রাইভার কামরুলের লাশ থানা হেফাজতে রয়েছে।অপরাপর নিহতদের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।