ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষি জমি থেকে শান্তা বেগম (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টেকানগর কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শান্তা বেগম উপজেলার দাতমন্ডল এলাকার মিনহাজ মিয়ার স্ত্রী।
নাসিরনগর থানার ওসি সোহাগ রানা বলেন, দুপুরে স্থানীয় এক কৃষক টেকানগর গ্রামের জমিতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, ওই নারীর পরনে বোরকা ও গলায় ওড়না প্যাঁচান ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।