বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :

বাগেরহাটের ফকিরহাটে তরুণীর গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি, ঘটনায় অভিযুক্ত যুবক আটক।

মোঃ তরিকুল মোল্লা বাগেরহাট প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

বাগেরহাটের ফকিরহাটে তরুণীর গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি, ঘটনায় অভিযুক্ত যুবক আটক।

 

বাগেরহাটের ফকিরহাটে এক তরুণীর গোসলের ছবি ও ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করার ঘটনায় অভিযুক্ত ওয়াহিদ মোড়ল (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে একজনের নামসহ অজ্ঞাতনামা দুইজনকে আসামী করে থানায় পর্ণগ্রাফী আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত ওয়াহিদ মোড়ল উপজেলার হোগলডাঙ্গা গ্রামের নিজাম মোড়লের ছেলে। সে পেশায় একজন দিনমজুর।

ভিকটিম তরুণী স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত ১৩ই জানুয়ারি রাতে কেউ ওই ভিকটিমের বাড়ির দরজার সামনে একটি প্যাকেট রেখে যান। ভিকটিমের বাবা রাতে বাইরে বের হলে ওই প্যাকেটি দেখতে পান। প্যাকেটি খুলে তিনি দেখেন একটি চিরকুট ও একটি মেমোরি কার্ড রয়েছে। তখন তিনি চিরকুটটি খুলে পড়ে দেখেন সেখানে লেখা আছে মেমোরি কার্ডেটি একজন মহিলাকে দেখাবেন এবং আগামী ১৮ই জানুয়ারি রাত ৮টার দিকে মান্দার এলাকার যে কোন স্থানে একটি হলুদ ব্যাগ রাখা থাকবে। ব্যাগের ভিতর একটা চিঠি থাকবে। ওই ব্যাগের মধ্যে দুই লাখ টাকা রেখে চিঠিটি নিয়ে চলে যাবেন। তা না হলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হবে।

১৪ই জানুয়ারি সকালে ভিকটিমের বাবা মেমোরি কার্ডটি চালু করে দেখেন তাতে তার মেয়ের গোসলের ছবি ও ভিডিও রয়েছে।

তিনি চিঠির ভাষ্যমতে ১৮ই জানুয়রি রাত ৮টার দিকে একটি ব্যাগে করে কাগজ দিয়ে টাকা বানিয়ে খামে ভরে ওই মান্দারতলা এলাকায় রেখে আসেন। এসময় তিনিসহ অন্যান্য লোকজন আশেপাশে লুকিয়ে থাকেন। কিছু সময় পর একটি লোক ব্যাগটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন তাকে আটক করে।

পরে অভিযুক্ত ওয়াহিদ মোড়লকে থানা পুলিশের কাছে সোপর্দ্য করেন স্থানীয়রা।

ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক মো. আশরাফুল আলম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি পর্ণগ্রাফী আইনে মামলা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) আসামিকে বাগেরহাটের বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে। মামলাটি তদন্তধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102