মধ্যরাতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এবি পার্টি।
১৯ ডিসেম্বর শুক্রবার মধ্যরাতে রাজধানীর ফুটপাতে রাত্রিযাপন করা অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি।
পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহবায়ক বিএম নাজমুল হকের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণে অংশ নেন মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মিলু, পল্টন থানার আহবায়ক মুন্সি আব্দুল কাদের, সদস্য সচিব রনি মোল্লা, যাত্রাবাড়ী থানার সমন্বয়ক সিএম আরিফ সহ পল্টন থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।