বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে পিটার হাস।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে পিটার হাস।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে গেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি।

পরে দুপুর ১টায় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর রাতে জোট-নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে উগান্ডার উদ্দেশে রওনা করবেন পররাষ্ট্রমন্ত্রী।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১১ জানুয়ারি নতুন ও পুরাতন মুখের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। যদিও যুক্তরাষ্ট্র বলেছে, নির্বাচন ‘অবাধ বা সুষ্ঠু’ হয়নি, তবে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

উল্লেখ্য, বঙ্গভবনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102