হবিগঞ্জে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে লাখাই উপজেলার কাঠালকান্দি হাওরের পাশে তার রক্তাক্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। নিহত কৃষকের নাম, ভুত লাল দাস (৪৮)। তিনি লাখাই উপজেলার হিয়ালাকান্দি গ্রামের মহারাজ দাসের ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে লাখাই উপজেলার ভরগাঁও গ্রামের একটি মাজারের বাৎসরিক ওরসে গিয়েছিলেন তিনি। ফেরার পথে কে বা কারা তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে যায়। পরে ভোরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।