বাগেরহাটের রামপালে সমজিৎ বালা (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সমজিৎ বালা উপজেলার উজলকুড় ইউনিয়নের বড় নবাবপুর গ্রামের মৃত সুরেন্দ্রনাথ বালার ছেলে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৫.০০ টার দিকে বড়নবাবপুর গ্রামের নিজের বসত ঘরের ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
আত্মহত্যার সময়ে পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে ছিল। তার পরিবারের লোকজন সমজিৎকে ফোনে না পেয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। বিষয়টি সন্দেহ হলে তারা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে সমজিৎ কে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। রামপাল থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তার ময়না তদন্তের ব্যবস্থা করে।
যুবকের আত্মহত্যার খবর জানতে পেরে নবনির্বাচিত সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার সমজিৎ এর বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস এ প্রতিবেদককে জানান, গতকাল উজলকুড় ইউনিয়নের বড়নবাবপুর গ্রামের সমজিৎ বালা নামের এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।