জয়পুরহাটে ২টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান,শান্তিপূর্ণ ভোট গ্রহনের জন্য ১০প্লাটুন বিজিবি, ৫প্লাটুন সেনা সদস্যের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে র্যাব ও পুলিশের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।
২টি আসনে মোট ২৫৪টি কেন্দ্র রয়েছে এবং এর মধ্যে ১৮৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিণ্হিত করা হয়েছে। দুই আসনে মোট ভোটার সংখ্যা ৭লাখ ৭৮লাখ ৮শ ৭০ জন।