শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

রাজশাহীতে ভোটকেন্দ্রের পাশে মিলল ১০ ককটেল।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

রাজশাহীতে ভোটকেন্দ্রের পাশে মিলল ১০ ককটেল।

রাজশাহী মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রের পাশ থেকে দুটি বালতিতে পরিত্যক্ত অবস্থায় ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর উপশহর প্রাইমারি স্কুলের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়। খবর পেয়ে আরএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো উদ্ধার করে পাশের স্যাটেলাইট টাউন স্কুল মাঠে নিষ্ক্রিয় করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন বয়কটের দাবিতে ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় নগরীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে। মিছিলটি নগরীর উপশহর প্রাইমারি স্কুলের পাশের রাস্তা দিয়ে অতিক্রম করার সময় মিছিল থেকে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে মিছিল থেকে মো. সুজন ইসলাম তৌহিদ নামের বিএনপির এক সমর্থককে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম উপশহর প্রাইমারি স্কুলের (ভোটকেন্দ্র) পাশের রাস্তার ধার থেকে দুটি বালতিতে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করে।

ঘটনাস্থলে থাকা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার এডিসি মো. রুহুল আমিন বলেন, ‌‘৭ জানুয়ারির নির্বাচন বানচাল করতে আহুত হরতালের সমর্থনে নগরীতে একটি মশাল মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, মিছিলে বিস্ফোরক দ্রব্য বহন করা হচ্ছে। ওই মিছিল থেকে দুটি ককটেল এর বিস্ফোরণ ঘটানো হয়। পরে সেখান থেকে বিএনপির এক সমর্থককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসা বাদ করা হয়।’

 

‌‌‌‘জিজ্ঞাসাবাদে তিনি ককটেল বিস্ফোরণ ঘটানোর কথা স্বীকার করেন। পাশাপাশি দুটি বালতিতে ১০টি ককটেল একটি ভোটকেন্দ্রের পাশে রাখা হয়েছে বলেও তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে পাশের স্যাটেলাইট স্কুল মাঠে নিয়ে যায়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে রাত পৌনে ২টার দিকে এগুলো নিষ্ক্রিয় করে,’ যোগ করেন এডিসি মো. রুহুল আমিন।

তিনি আরও বলেন, ‘ককটেলগুলো বেশ শক্তিশালী ছিল। আমাদের বোম্ব ডিসপোজাল টিম যখন এগুলো নিষ্ক্রিয় করে, তখন পুরো এলাকায় বিকট শব্দে কেঁপে ওঠে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102