অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আলহাজ্ব নূরুল ইসলাম তালুকদার। ৫ই ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে চার ঘটিকায় বগুড়া নওগাঁ মহাসড়ক দুপচাঁচিয়া সিও অফিস বাস স্ট্যান্ড চার মাথায় মোড় নওগাঁ হতে বগুড়াগামী মালবোঝায় একটি ট্রাক যাহার রেজিঃনং-ঢাকা-মেট্রো -ট ১৪-৪১০২. গাড়িটির সমস্যার কারণে ব্রেক মিস করে( দুপচাঁচিয়া- মিস করে ও আদমদীঘি এলাকার আদমদীঘি) এলাকার সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম তালুকদার নির্বাচনী প্রচারণার জন্য তার নিজস্ব নিশান গাড়িটি যাহার রেজিঃনং-ঢাকা মেট্রো -ঘ ১৮-০১৫০,আক্কেলপুর রোড হইতে হাই রোডে ওঠার সময় বিপরীতমুখী ট্রাকটি সাজরে ধাক্কা দিলে অল্পের জন্য এমপি সহ গাড়ির সকলে অক্ষত অবস্থায় বেঁচে যায়, গাড়িটির ডান সাইডে ড্রাইভারের দরজার সঙ্গে সামান্য ধাক্কা লাগে। ঘটনাস্থলে দুপচাঁচিয়া থানার অফিসার্স বৃন্দ উপস্থিত হয়ে ট্রাকটিকে জব্দ করে রাখেন।এই রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় নাই।
ছবি সংগৃহীত ( সূত্র অনলাইন পত্রিকা)