আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মু্ন্সীগঞ্জ (সদর- গজারিয়া-৩) আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থনে প্রায় দুই সহস্রাধিক নেতা কর্মীরা শহরে বিশাল নির্বাচনী প্রচারণার মিছিল বের করে শোডাউন করেছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি ) বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকা থেকে এই নৌকা প্রতীকের বিশাল নির্বাচনী মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুপার মার্কেট চত্বর এলাকায় শেষ হয়। মিছিলে “জয় বাংলা জিতবে এবার নৌকা’ শ্লোগানে শ্লোগানে শহর মুখরিত হয়ে ওঠে। নৌকার সমর্থক ও নেতাকর্মীরা নৌকার পোস্টার,ব্যানার এবং ফেস্টুন নিয়ে বর্ণিল সাজে মিছিল বের হয়।