আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ।ইতিমধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৬ রাউজান সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরীর সমর্থনে চলছে প্রচার প্রচারণা,গণসংযোগ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিভিন্ন পাড়ায় ঘুরে নৌকা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালান। ১৩ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়ার তত্বাবধানে এই সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার তপন মল্লিক,রাজু দে, রুবেল বৈদ্য, পিন্টু দে, রনি চক্রবর্তী, সুমন চক্রবর্তী,নিপু দে,বাসু চৌধুরী প্রমুখ। তাঁরা ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে প্রচারনা চালান এবং নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এই সময় সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।