মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

কয়রায় রশীদুজ্জামানের নির্বাচনী জনসভায় জনতার ঢল।

মিনহাজ দিপু,কয়রা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
কয়রায় রশীদুজ্জামানের নির্বাচনী জনসভায় জনতার ঢল।
খুলনা -৬ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এমপি পদ প্রার্থী রশীদুজ্জামান মোড়লকে জয়যুক্ত করার লক্ষ্যে নৌকা মার্কার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩ জানুয়ারি ) সকাল ১১ টায় কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ের  মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলার সাত ইউনিয়ন থেকে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, খন্ড খন্ড মিছিল এবং জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলুর মিছিলে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আসলে জনসভা জনসমুদ্রে পরিনত হয়।
কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  রশীদুজ্জামান মোড়ল
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জি.প্রেম কুমার মন্ডল , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেরামত আলী, পাইকপাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু,কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম,দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলী মোড়ল,বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামাদ গাজী,ময়েশ্বীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ নেওয়াজ শিকারী,৭ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন,জেলা আওয়ামী মহিলা লীগের নেত্রী শিউলী আক্তার,কয়রা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি নীলিমা চক্রবর্তী,ছাত্রলীগ নেতা ইমরান হোসেন জাকি,ইখতিয়ার উদ্দীন হিরো,যুব মহিলা লীগের সভাপতি সুমাইয়া আমিন লতা, জেলা উপজেলার বিভিন্ন নেতা-কর্মীর প্রমুখ।
জনসভায় প্রধান অতিথি বলেন, যারা দলের বিপরীতে গিয়ে স্বতন্ত্র পদে নির্বাচন করতে চায় তারা আওয়ামী লীগের শত্রু, কারণ আওয়ামী লীগে স্বতন্ত্র বলতে কোন দল নেই। বিগত কয়েক বছরে আওয়ামী লীগ সরকার
যে পরিমাণ উন্নয়ন করেছেন বাংলাদেশের ইতিহাসে এরকম উন্নয়ন কেউ করে দেখাতে পারেনি, পারবেওনা। তাই এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন তিনি ।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102