সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

হরিপুরে ভুট্টা চাষীরা বিপাকে।

মোঃ বরকতুল্লাহ,হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
হরিপুরে ভুট্টা চাষীরা বিপাকে।
উপজেলার ভুট্টা চাষীরা বিপাকে পড়েছে। চলতি মৌসুমে আমন ধান কাটার পর ঐজমিতে চাষীরা গম, আলু, সরিষা, ভুট্টা আবাদ করেছে। সবচাইতে বিপাকে পড়েছে ভুট্টা চাষীরা। অজানা পোকার আক্রমনে চাষীরা দিশেহারা, কোনভাবেই ভুট্টার গাছ পোকা দ্বারা কাটা বন্ধ করা যাচ্ছে না। প্রতিদিন সকাল বেলা আবার কেউ বিকাল বেলা কেউ নিজে আবার কেউ শ্রমিক দিয়ে ভুট্টা ক্ষেতে দুই-তিন প্রকারের কীটনাশক একত্রে মিশিয়ে একদিন পর একদিন, আবার কেউ দুই-তিনদিন পর পর বিষ প্রয়োগ করেও ভুট্টা ক্ষেতের গাছ কাটা পোকা দমন করতে পারছেনা। দামোল গ্রামের মোঃ খসবুর ও জহরুল ১ বিঘা, রণহাট্টা গ্রামের মোঃ রেজাউল করিম, পিতা আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (খোকা) দুই বিঘা ভুট্টা ক্ষেত ভেঙ্গে পুনরায় গম বপন করেছে। ঐ এলাকার ভট্টা চাষী মোঃ সবুজ পিতা মোঃ হাবিবুর রহমান প্রতিবেদককে জানালেন যে, ভুট্টা ক্ষেত ভেংগেদিয়ে পুনবাই ভুট্টা বপন করলাম। একাধিক বার বিষ স্প্রে করেও ভুট্টার গাছ কাটা রক্ষা করতে পারিনি। এত গুলো বিষ স্প্রে করলাম টাকা খরচ করে কোন উপকার পেলাম না। লোকসান ও ঋনের খাতা বৃদ্ধি পেয়ে চলেছে। দামোল গ্রামের আব্দুর রাজ্জাক জানালেন যে, সাবেক আনিসুর মেম্বারের ভূট্টা ক্ষেতে পাঁচ সাতবার এস্প্রে করেও পোকা দমন করতে পারেনি।
ভুট্টা চাষি রেজাউল করিম জানালেন যে, ভুট্টা বোপনের আগে ডার্সবান, ভুট্টা গাছ বের হওয়ার পর ভির্তাকু, ওয়ানস্টপ, শিকল নাইট্র, রিলোড, নামক কীটনাষক দিয়েও কোন কাজ হয়নি। ২/৪ জন কীটনাশক বিক্রেতার সাথে যোগাযোগ করা হলে তারা বলেন যে, ভুট্টার জন্য মূলত কোন বিষ নেই। ধান চাষের বিষই ভুট্টা ক্ষেতে ব্যাবহার করা হচ্ছে।
এলাকার চাষীদের দাবি ভূট্টার উপর গবেষনা করে বিষ উৎপাদন করা হলে আমাদের জন্য সুফল বয়ে আনবে।
এব্যাপারে উপজেলা কৃষি অফিসারের সহিত যোগাযোগ করলে তিনি জানান যে, পোকার নমুনা  সংগ্রহ করে উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে পাঠিয়েছি।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102