“অধিক পরিমানে ডাল চাষে অর্থ পুষ্টি দুই-ই আসে,বেশি করে ডাল খাই,পুষ্টি ও সুস্থতা বাড়াই” এই শ্লোগানে রাজবাড়ীতে মাসকালাই এর উন্নতজাত বারি মাসকালাই-৩ ও বারি মাসকালাই -৪ এর উপর কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের পদ্মা নদীর চর মৌকুড়ীচরে সরেজমিন গবেষণা ইনস্টিটিউট এর সহযোগীতায় এ মাঠ দিবস হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সরেজমিন গবেষণা বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোঃ মাজহারুল আনোয়ার।
স্বাগত বক্তব্য রাখেন, ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সেলিম আহমেদ।
মাঠ দিবস ও কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন, মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ডা. মোঃ মাজহারুল আনোয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর মশলা গবেষনা উপ কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোঃ আলাউদ্দিন খান, গাজীপুর ডাল গবেষনা উপ কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ কে এম মাহাবুবুল আলম,রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবুল কালাম আজাদ,সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান, মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষনা কেন্দ্রের উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা জামিল হোসেন।
অনুষ্ঠানে অতিথীরা মাসকালাই ডাল চাষাবাদ,উৎপাদন বৃদ্ধি,সংগ্রহ,বাজারজাতকরণ,পুষ্টিগুন সহ নানাবিধ বিষয়ে সুপরামর্শ প্রদান করেন।
মাসকালাই এর উন্নতজাত বারি মাসকালাই-৩ ও বারি মাসকালাই -৪ এর উপর কৃষক সমাবেশ ও মাঠ দিবসে দুই শতাধিক কৃষক কৃষাণী অংশ গ্রহন করেন।