উৎসব মুখর পরিবেশে সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজে বই উৎসব বিতরণ করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকালে স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের বিতরণ করেন, কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম।
বছরের প্রথম দিনে সেসব বই তুলে দেয়া হয়েছে শিক্ষার্থীদের হাতে। আর নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
আয়মান নামে এক শিক্ষার্থী বলেন, ‘বছরের প্রথম দিন বই পেয়ে আমি খুব খুশি। নতুন বইয়ের ঘ্রাণ নেব এবং নতুন নতুন গল্পগুলো বাসায় যেয়ে পড়বো। বছরের প্রথম দিন বই দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’
আহসান নামে এক শিক্ষার্থী বলেন, ‘বই নেয়ার জন্য সকাল সকাল স্কুলে এসেছি। বই হাতে পেয়ে খুব ভালো লাগছে। বাসায় যে নতুন বই গুলো খুলে দেখবো। নতুন বইয়ের গল্পগুলো পড়বো।’
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রধান সহকারী শিক্ষক সাহানা আক্তার, সিনিয়র শিক্ষক মো. তোহা মিয়া আখন, এ.এইচ.এম শাহা আলম মোল্লা, পরিমল চন্দ্র ঢালী, জাহানজীব সারোয়ার, রেজুনা খাতুন, নাসরিন সুলতানা, মোহাম্মদ তোয়াহা, মোন্তাছির রহমান, দিলীপ কুমার গোস্বামী, মো. লিয়াকত হোসেন, কলেজ শাখার প্রভাষক মো. শামসুল আলম, খুশিলাল রায়, মো. ফরহাদ হোসেন, মো. কামাল হোসেন, জান্নাতুল ফেরদৌস, রাকিব হোসেন, মো. মোজাহিদুল ইসলাম।
সহকারী শিক্ষক জুরান রায়, মুহাম্মদ শাহীন মিয়া, হৃদয় চন্দ্র মৃধা, অনিতা রানী ঘোষ, কামরুল ইসলাম, কিরণ চন্দ্র শিকারী, ফারিন আক্তার, আয়েশা আক্তার,এনায়তে করিম, অপু চন্দ্র বিশ্বাস, অফিস সহকারী মো. ফিরোজ মিয়া প্রমুখ।