বছরের প্রথম দিন প্রতি বছর বই উৎসব পালিত হয় । এ উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা হয় শিশু কিশোররা।রোববার সকালে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। সোমবার সারা দেশের মতো রাউজানে ও বই বিতরণ উৎসব-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক শিক্ষিকা ,ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রাউজানে এই বই উৎসব উদযাপিত হয়েছে। সরজমিনে রাউজানের নোয়াপাড়া সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের গিয়ে দেখা যায়, নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত, শিক্ষার্থীদের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠেছে। এইসময় নোয়াপাড়া সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকা শিখা চৌধুরীর সাথে কথা হলে তিনি প্রতিনিধি রয়েল দত্তকে বলেন, নতুন বছরে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুব আনন্দিত। শিক্ষার্থীদের মুখে হাসি দেখে অভিভাবকরাও আনন্দিত।