অবৈধভাবে পাহাড় কাটা রোধে কঠোর অবস্থানে গুইমারা উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী উপজেলার বড়পিলাক গ্রামের ৫ নাম্বার নামক এলাকায় পাহাড় কাটা হচ্ছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যানার টাঙ্গানোর মাধ্যমে স্থায়ীভাবে পাহাড় কাটা বন্ধ করে দেন।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে ইউএনও আসার খবর পেয়ে পাহাড় কাটা চক্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬, (খ) ধারা অনুযায়ী পাহাড় ও টিলা কর্তন শাস্তিযোগ্য অপরাধ। সংবাদ পেয়ে পাহাড় কাটার স্থানে সাইনবোর্ড দিয়ে সতর্ক করে পাহাড় কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে পাহাড়কাটা পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও এসব সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেখে অন্ততঃ জনসাধারণ পাহাড় কাটার বিষয়ে সচেতন হবে।
পাহাড় কাটা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।