যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম (৩৮) ও রাহাত হোসেন (১৯)নামে দু’ মাদক কারবারিকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৯ ডিসেম্বর)সন্ধার দিকে উপজেলার নাভারন এলাকা থেকে এ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটক মনিরুল ইসলাম ঝিকরগাছার রঘুনাথপুর গ্রামের মৃত শামসু কমান্ডারের ছেলে ও রাহাত হোসেন শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের বাবলু ঢালীর ছেলে।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ডিবির একটি চৌকস টিম যশোর টু বেনাপোল রোডের সাতক্ষীরা মোড়স্থ নাভারন রেল বাজার তালেব প্লাজার ল্টোটো সু এন্ড জুতা ঘর এর সামনে পাকা রাস্তার উপর হইতে মনিরুল ইসলাম ও রাহাত হোসেনকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন। জব্দকৃত ইয়াবার মূল্য অনুমান ৩০,০০০/-টাকা।
ডিবির এসআই রহষিত বিষয়টি নিশ্চিত করে বলেন এ সংক্রান্তে শার্শা থানায় এজাহার দায়ের হয়েছে।