ভোলা জেলার লালমোহনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ উপলক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ ডিসেম্বর ) বৃহস্পতিবার ১২.০০ ঘটিকায় উপজেলা প্রশাসন, লালমোহন ,ভোলার আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ উপলক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শওকত আলী, বিভাগীয় কমিশনার, বরিশাল,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শহীদুল্লাহ্, পিপিএম অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন্স) বরিশাল, জনাব মোঃআলাউদ্দীন,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা,বরিশাল, জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আরিফুজ্জামান, জেলা প্রশাসক, ভোলা ও রিটার্নিং অফিসার,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
এ সময় জেলা পুলিশ, জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ প্রশিক্ষণার্থীগন উপস্থিত ছিলেন।