চট্টগ্রামে ইলিজি স্কাই পার্ক মার্কেটে একরাতে তিনটি দোকানে চুরি হওয়া মালামাল ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) ঢাকা থেকে উদ্ধার করা হয়। চুরির সাথে জড়িত দুইজন সিকিউরিটির দায়িত্বে থাকা রিপন ও মনির চট্টগ্রাম থেকে চুরি করা মালামাল নিয়ে ঢাকায় পালিয়ে যায়। প্রশাসনের সহযোগিতায় মালামাল উদ্ধার করতে সক্ষম হন।
২৫ ডিসেম্বর (সোমবার) দিবাগত রাতে ইলিজি স্কাই পার্ক মার্কেটে বিভিন্ন দোকানের তালা ভেঙে এসব চুরির ঘটনা ঘটিয়েছে।
২৫ ডিসেম্বর (সোমবার) সকাল ১১ টায় সময় প্রতিদিনের মতো নিয়মিত দোকান খুলতে গিয়ে দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পায় দোকানদারগন। চুরি হওয়া দোকান তিনটি হলো ভিভো শোরুম, এ্যাপেল শোরুম ও একটি স্বর্নের দোকান।
মার্কেটে সিসিটিভি ফুটেজে চুরির সাথে জড়িত সিকিউরিটির দায়িত্বে থাকা দুইজনকে সনাক্ত করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।