ঢাকার ধামরাইয়ের কালামপুরে ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কওমি মাদরাসা ও এতিমখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির ২০০ শিক্ষার্থীর শোবার বিছানাপত্র পুড়ে গেছে।
শিক্ষার্থীরা জানান, ঢাকার ধামরাই উপজেলার কালামপুরে ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কওমি মাদরাসার মূল ভবন ছাড়াও প্রতিষ্ঠানটির মসজিদের তৃতীয় তলায় থাকেন ২০০ শিক্ষার্থী। শিক্ষা-কার্যক্রম চলার সময় এসকল শিক্ষার্থীর শোবার বিছানাপত্র রাখা হয় তৃতীয় তলার সিঁড়ির একটি কক্ষে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে শিক্ষার্থীরা সিঁড়ির ওই কক্ষটিতে আগুন দেখতে পায়। তারা বিষয়টি ধামরাই ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কওমি মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপাল মুফতি সালাহউদ্দিন বলেন, এখানকার অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র ও এতিম। আগুনে ২০০ শিক্ষার্থীর বিছানাপত্র পুড়ে যাওয়ায় নতুন করে বিছানাপত্র কেনা তাদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পড়বে। শীতের মধ্যে তাদের শোবার জন্য স্থানীয়দের কাছ থেকে কিছু লেপ-তোষক ধার হিসেবে আনা হচ্ছে। আগুনে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিভিয়েছে। মশার কয়েল থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।