জয়পুরহাটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং তাওসিব হাসান নাদিম (২১) নামে এক মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে বগুড়ার শাজাহানপুরের ফটকি ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাদিম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা এলাকার আতোয়ার হোসেনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) আব্দুল বারী জানান, আটকৃত এই চোর চক্রের সদস্য জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে মোটরসাইকেল চুরি করে আসছিল। কয়েকদিন আগে জাহাঙ্গীর তুহিন নামের একজনের ১৫০ সিসি মোটরসাইকেল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে চুরি হয়।
তিনি বলেন, এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হলে চুরি হওয়া ওই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য তাওসিব হাসান নাদিমকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গ্রেফতার করে।