বাগেরহাটে কর্মরত সংবাদ কর্মীদের সাথে শেখ তন্ময় এম.পি. এর মতবিনিময়।
বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সাথে বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী শেখ তন্ময় এম.পি. মত বিনিময় করেন।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ বাগেরহাটের বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরেন। সাংবাদিক নেতারা বাগেরহাটে একটি মেডিকেল কলেজ এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ব বিদ্যালয়, শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের পাশ থেকে একটি কানেকটিং রাস্তা বের করা যায় কিনা সেই দাবী জানান। সেই সাথে বাগেরহাটে আওয়ামীলীগের একটি মিডিয়া সেল গঠনের আহবান জানান, যাতে সাংবাদিকরা বাগেরহাটের বিভিন্ন উন্নয়নের তথ্য গুলো জেনে সঠিক ভাবে রিপোর্ট করতে পারে।
শেখ তন্ময় তার বক্তব্যে বলেন, কচুয়া উপজেলায় কিছু খাল এবং রাস্তার সংস্কার করতে হবে। বাগেরহাট পৌর এলাকায় অপরিকল্পতভাবে খালের জায়গা ভরাট করে স্থাপনা তৈরির কারণে খাল পুনঃখননে বাঁধা বিপত্তি আসে। তারপরও তুলনামূলকভাবে বাগেরহাটে সে সংখ্যাটা নগন্য। আগামী নির্বাচনে জনগনের রায় নিয়ে বিজয়ী হলে বাগেরহাট শহরের পানি নিস্কাসনে খাল পুনঃখনন ও রাস্তা মেরামত সহ সকল দাবি পূরণে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সাবেক এমপি অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, শেখ বশিরুল ইসলাম, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, এম.এ মতিন, প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকিসহ বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।