সড়ক দুর্ঘটনায় বাগেরহাট পৌরসভার সাবেক কমিশনার নিহত।
বাগেরহাট পৌরসভার সাবেক কমিশনার ও বিএনপির পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের আল আরাফা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মনিরুজ্জামান মনি বাগেরহাট শহরের সরুই এলাকায় বসবাস করতেন। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক বলে জানা গেছে।
কাটাখালি হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শক মো: মিজানুর রহমান বলেন, শনিবার সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের আল আরাফা ফিলিং স্টেশনের সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন বলে খবর পাই। পরে ঘটনাস্থল পৌঁছে একজনের মরদেহ দেখতে পাই। মরদেহ সুরতহালের জন্য ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।