সৈয়দ পরিবারের আপন ভাই বোনের লড়াইয়ে এগিয়ে মেজর জেনারেল সৈয়দ সাফায়াতুল ইসলাম।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর -হোসেনপুর ১ আসনে জমে উঠেছে নির্বাচন।
উক্ত নির্বাচন কে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যাস্ত প্রার্থীরা।
এই আসন হলো আওয়ামী লীগের একটি দূর্গ এই উর্বর মাঠিতে জম্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম তিনি এই আসন থেকে নির্বাচন করেছেন।বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এই আসন থেকে বিগত ১৯৯৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত একাধারে পাচ বার নির্বাচিত হন।
দুঃখের বিষয় হচ্ছে এই প্রভাবশালী নেতার অকাল মৃত্যুতে এই আসনে তার বোন সৈয়দা জাকিয়া নুর লিপি কে মননোয়ন দেন এবং বিনা প্রতিদন্দিতায় এমপি হন।
আবারো ডা: সৈয়দা জাকিয়া নুর লিপি কে মননোয়ন দেন এবং মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্মুক্ত নির্বাচনের কথা বললে এ আসনে পরিবর্তনের জন্য সাধারণ জনগণ ঐক্যবদ্ধ আছেন।
জনাব সৈয়দ সাফায়াতুল ইসলামের সাথে সদর উপজেলার একটি শক্তিশালী সংগঠন ও হোসেনপুরের একটি শক্তিশালী সংগঠন কাজ করছেন।এতে লক্ষ করা যায় সাধারণত ৭০% ভোট কাস্টিং হলে ৫০% ভোট সাফায়াতুল ইসলাম ও ১০% ভোট জাকিয়া নুর লিপি জাতীয় পার্টি ১০% পাওয়ার সম্ভাবনা আছে।
কিশোরগঞ্জের সকল নেতা কর্মীরা পরিবর্তন চায় এই পরিবর্তনের লক্ষে সৈয়দ সাফায়াতুল ইসলামের প্রয়োজন মনে করেন সাধারণ জনগণ।
কারণ বিগত পাচ বছরে সৈয়দা জাকিয়া নুর লিপি তেমন কাজ কর্ম করতে পারেন না এবং দলের নেতা কর্মীরা তার কার্যকলাপে অসন্তুষ্ট।
তাই সকল নেতা কর্মীরা পরিবর্তন চায় এটি আজ কিশোরগঞ্জের রাজনীতির মুল কথা।