মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলা কলাপাড়া ইউনিয়নের সমষপুর কেউটচিরা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে একজন মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস নামক চলন্ত ট্রেনের সাথে কাটা পড়ে পথচারী পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামের মৃত রফিক শেখের ছেলে আক্কাস শেখ (৫৫)ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
শ্রীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, কোলাপাড়া ইউনিয়ন কেউটচিরা এলাকায় ট্রেনে ধাক্কায় এক ব্যক্তি মৃত্যু হয়েছে। কি কারণে দুর্ঘটনা ঘটছে তা দেখা হচ্ছে।