সিএমপি চকবাজার থানার অভিযানে ছিনতাইকৃত মালামালসহ আটক ০১ জন।
আফগানিস্থানের নাগরিক এবং ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’ এর শিক্ষার্থী ফাতেমা শরীফি ১১/১২/২০২৩ খ্রি. তারিখ তার দুইজন মেয়ে বন্ধুসহ শিল্পকলা একাডেমির সামনে থেকে ক্যাম্পাসে ফেরার পথে চকবাজার থানাধীন এম. এম আলী রোডের মেমোরি ৭১ বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্রই পিছনদিক থেকে একজন ছিনতাইকারী তাদের সামনে এসে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার হাতে থাকা হ্যান্ড ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। উক্ত হ্যান্ড ব্যাগে তার ব্যবহৃত একটি Samsung Galaxy S10 5G মোবাইল সেট, একটি এটিএম কার্ড, একটি স্টুডেন্ট আইডি কার্ড, ১টি কোমরের লেদার বেল্ট ও নগদ ১৩০০/- টাকা ছিল।
উক্ত ঘটনায় সিএমপির চকবাজার থানায় একটি নিয়মিত মামলা রুজু হলে চকবাজার থানার এসআই মোহাম্মদ ইমরান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১৩/১২/২৩ খ্রি: তারিখ চকবাজার থানাধীন গোলপাহাড় মোড়ের ওয়াসা অফিসের পাশের রাস্তার প্লাজা ডেকোরেটর্স এর সামনে রাস্তার উপর থেকে মামলার ঘটনায় জড়িত মোঃ সজীবকে আটক করেন। এসময় তার হেফাজত থেকে Samsung Galaxy S10 5G মডেলের মোবাইল সেটটি উদ্ধার করা হয়।
ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবং তার দেখানো মতে চকবাজার থানাধীন সিডিএ অফিসার্স কোয়ার্টারের পিছনে নালার উপর থেকে বাদির নিকট হতে ছিনতাইকৃত হ্যান্ডব্যাগটি কাদামাখা অবস্থায় উদ্ধার করা হয়। উক্ত ব্যাগের ভিতর বাদির এটিএম কার্ড, স্টুডেন্ট আইডি কার্ডও পাওয়া যায়।