খুলনার কয়রা উপজেলার সাবেক জনপ্রিয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মমিনুর রহমানের রত্মগর্ভা মাতা রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অস্তিত্বজুড়ে একাত্তর স্লোগানের ধারক ও বাহক কয়রা সাংবাদিক ফোরাম।
বুধবার দুপুরে কয়রা সদরে ইমান মার্কেটে অবস্থিত কয়রা সাংবাদিক ফোরামের অফিসে এক আলোচনা সভায়
সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মমিনুর রহমানের রত্মগর্ভা মাতা রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু, সহ-সভাপতি মো.মোক্তার হোসেন,সাধারণ সম্পাদক আবির হোসেন,সাংগঠনিক সম্পাদক মিনহাজ দিপু, বায়জীদ হোসেন, আব্দুল্যাহ আল জুবায়ের,মোঃ আসমাউল হোসেন, মোঃ আসাদুজ্জামান, তৌহিদুর রহমান,আসিফ সিদ্দিকী, ইউনুস বাবু, রিপন আহমেদ,সোহাগ হোসেন এবং অফিস স্টাফ জাফর ইকবাল ছোটন।
এর আগে মঙ্গলবার বিকালে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বাইনতলা গ্রামে মরহুমার জানাজার নামাজে অংশগ্রহণের জন্য কয়রা সাংবাদিক ফোরামের তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।