বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৪(চৌদ্দ) কেজি গাঁজাসহ আটক ২।
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৪(চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু!
অদ্য ১২/১২/২০২৩ খ্রিঃ বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, আবুল হাসনাত খান মহোদয়ের নির্দেশনায় বাগেরহাটের ফকিরহাট
থানা এলাকায় বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান পরিচালনা করা কালে জেলা গোয়েন্দা শাখা বাগেরহাট এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব স্বপন কুমার রায় এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) টুটুল হোসেন, এএসআই (নিঃ) পলাশ মিত্র ও ফোর্সসহ ফকিরহাট থানাধীন কাটাখালী চত্বরের রাস্তার দক্ষিন পাশে পাকা রাস্তার উপর হতে ১। মোঃ ইমন হোসেন রাজু(২১), পিতা-মোঃ রুস্তম আলী, মাতা-ময়ফুল, গ্রাম- উত্তর ফুলহাতা, থানা- মোরেলগঞ্জ, জেলা- বাগেরহাট ও ২। মোছাঃ ফাতেমা বেগম(৫০), স্বামী- মোঃ কাওছার হাওলাদার ,গ্রাম- ধানসাগর, থানা- মোরেলগঞ্জ, জেলা- বাগেরহাট এর নিকট হতে ১৪(চৌদ্দ) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ বাগেরহাটের অভিযান অব্যাহত থাকবে।